অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ১৩ তারিখ বিজেপির নবান্ন অভিযানের সমর্থনে একটি জনসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানে অভিষেককে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, আপনি এতো উত্তেজিত হচ্ছেন কেন? ইডি ট্রানজেকশনগুলো জিজ্ঞেস করছিল। কত টাকা ব্যাংককে সরিয়েছেন? বিনয় কিভাবে টাকা নিয়ে আসতো? আপনার ভাই আকাশ ব্যানার্জি কোথা থেকে টাকা তুলতো? আপনার পিএ সুমিত কোথায় টাকা গুলো রাখতো? ভিতরে খুব রগড়েছে বাবুসোনা? সেই জন্য বাইরে এসে কাঁদছেন আপনি? আপনাকে যেতো হবে ভিতরে।
এদিন শুভেন্দু আরও বলেন,‘২০১১ সালের আগে কোথায় ছিলেন বাবু সোনা ? দেখিনি তো আপনাকে যেদিন আমরা নন্দীগ্রামে লড়ি। দেখিনি তো কেশপুর আর গড়বেতায়। সেদিন বিজেপি আর তৃণমূল একসাথে লড়েছে। সোনার চামচ মুখে নিয়ে , দেড় হাজার সিকিউরিটি নিয়ে হেলিকপ্টার আর চার্টার প্লেনে চড়ে বড় বড় কথা।’
You must be logged in to post a comment.