কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব অভিষেক, সিবিআই তদন্তের আর্জি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে

রাজ্য কেন্দ্রের সংঘাত বরাবর। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। বহুদিন ধরেই এই অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে সরব বাংলার তৃণমূল কংগ্রেস। তবে এ বার দলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ১০০ দিনের কাজে দুর্নীতি হয়ে থাকলে সিবিআই তদন্ত হোক। তবে বাংলার প্রাপ্য টাকা দিয়ে দিক কেন্দ্র।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সংযোজন, ‘‘বাংলায় ১০০ দিনের কাজে সাড়ে সাত হাজার কোটি টাকা বন্ধ। আবাস যোজনার টাকা বন্ধ। মানুষ আগামী দিন জবাব দেবে। দেড় হাজার কোটি টাকার সংসদ ভবন, না একশো দিনের কাজের টাকা? দেখুন, মানুষ কী চায়! কোনটা দরকার মানুষের জানুন।’’