দিনহাটা থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে লিখিত অভিযোগ দায়ের যুব তৃণমূল কর্মীদের।উল্লেখ্য বিরোধী দলের দুই নেতৃত্বের ফোন নম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে দেওয়ার পরেই অনেকেই তাদের কাছে ফোন করেন ১০০ দিনের টাকার দাবি করে।টাকার দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে দিনহাটার অনেকেই ফোন এবং মেসেজ করেন।পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে বেশ কিছু নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন।যে ফোনগুলি থেকে ফোন এসেছে সেগুলি তোলামূলী ভাইপো বাহিনীর নম্বর বলে শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে তুলে ধরেন। এরই প্রতিবাদে দিনহাটা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালো যুব তৃণমূল কর্মী সমর্থকরা।রবিবার দুপুরে যুব তৃণমূলের পক্ষ থেকে কর্মী সমর্থকরা থানায় গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি লিখিত অভিযোগ জানান। এদিন দিনহাটা থানায় যুব তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ ডেপুটেশন চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের শহর ব্লক সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য, যুব তৃণমূলের জেলা সম্পাদক পার্থ সাহা, পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশু ধর, রাজবংশী সংগঠনের অশোক রায় প্রমূখ।
Related Posts
নিয়ন্ত্রণ হারিয়ে নয়নাজুলিতে অল্টো
মাথাভাঙ্গা ময়নাগুড়ি ১২ নং রাজ্য সড়কে চৌরঙ্গি সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি রাস্তার পাশে ডোবায় পরে যায় ।প্রত্যক্ষদর্শীরা জানান আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডোবায় পরে যায়।গাড়িটিতে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিল না , চালক গুরুতর আহত হয়…
ধান ভাঙ্গাতে গিয়ে বচসা
মিলে ধান ভাঙ্গাতে নিয়ে যাওয়ার সময় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে গন্ডগোলের জেরে একজনকে আটক করলো দিনহাটা থানার পুলিশ।ধৃত ওই বিজেপি কর্মীর নাম গৌতম সেন। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে দিনহাটায় ১ নম্বর ব্লকের ভেটাগুড়ির ব্রহ্মাণীর চৌকি এলাকায়।ঘটনার বিবরণে জানা…
কোচবিহারের সিতাইয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা সহ গ্রেফতার ৫ জনের ডাকাত দল
বড়োসড়ো সাফল্য পেল সিতাই থানার পুলিশ। কালীপুজোর আগেই ডাকাতির ছক করতে গিয়ে, পাঁচজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সিতাই থানার অন্তর্গত শিঙিমারী নদীর চর থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই ডাকাত দলকে ধরতে সক্ষম হয় সিতাই থানার…