দিনহাটা থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে লিখিত অভিযোগ দায়ের যুব তৃণমূল কর্মীদের।উল্লেখ্য বিরোধী দলের দুই নেতৃত্বের ফোন নম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে দেওয়ার পরেই অনেকেই তাদের কাছে ফোন করেন ১০০ দিনের টাকার দাবি করে।টাকার দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে দিনহাটার অনেকেই ফোন এবং মেসেজ করেন।পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে বেশ কিছু নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন।যে ফোনগুলি থেকে ফোন এসেছে সেগুলি তোলামূলী ভাইপো বাহিনীর নম্বর বলে শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে তুলে ধরেন। এরই প্রতিবাদে দিনহাটা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালো যুব তৃণমূল কর্মী সমর্থকরা।রবিবার দুপুরে যুব তৃণমূলের পক্ষ থেকে কর্মী সমর্থকরা থানায় গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি লিখিত অভিযোগ জানান। এদিন দিনহাটা থানায় যুব তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ ডেপুটেশন চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের শহর ব্লক সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য, যুব তৃণমূলের জেলা সম্পাদক পার্থ সাহা, পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশু ধর, রাজবংশী সংগঠনের অশোক রায় প্রমূখ।
Related Posts
দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান” অনুষ্ঠান
দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান” অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহ। রবিবার রাত দশটা নাগাদ দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে রাজবংশী মানুষদের কৃষ্টি সংস্কৃতি কে বাঁচিয়ে রাখতে “ভাদুরী খান” অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী…
দিনহাটায় শুরু হলো পরিবেশবান্ধব বাজিবাজার
দিনহাটায় শুরু হলো পরিবেশবান্ধব বাজিবাজার। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ এই বাজি বাজারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরজ থাপা, দিনহাটা পৌরসভার পৌরপ্রধান গৌরীশংকর মাহেশ্বরী ও দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী। এদিন দিনহাটা শহরের হরতকি তলার…
দিনহাটার আটিয়াবাড়ীতে সালিশী সভায় গৃহবধূকে মারধরের অভিযোগ
সালিশি সভায় নির্যাতিতা সহ গ্রাম পঞ্চায়েত সদস্য ও পরিবারের লোকজনদের মারধোরের অভিযোগ উঠল গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটায় ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ী এলাকায়। মারধোরের ফলে গ্রাম পঞ্চায়েত সদস্য শুভ সাহা ও নির্যাতিতা পিংকি দেবনাথ সহ পাঁচজন…