কৃষ্ণা দাস মাদক কারবারের সঙ্গে শুধুমাত্র পুরুষরাই জড়িত নয়। মহিলাদেরও মাদক কারবারে ব্যবহার করে আসছে মাদক পাচারকারী চক্র। তা একবার ফের প্রমানিত হল। শিলিগুড়িতে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ ধৃত এক মহিলা। ধৃত মহিলার নাম পিংকি রায় দাস।ধৃত শিলিগুড়ি ভক্তিনগর এলাকার বাসিন্দা। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ২০০গ্রাম ব্রাউন সুগার।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, গোপন সুত্রে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানতে পারে, এক মহিলা শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার হাতবদলের উদ্দশ্যে আসছে। সেই খবর অনুযায়ী শিলিগুড়ি সংলগ্ন এনজেপির প্রধান সড়কে অভিযান চালায় পুলিশ। এরপরই এনজেপির ৩৫নম্বর ওয়ার্ডের পাইপ লাইন সংলগ্ন একটি ক্লাবের সামনে মহিলা পৌঁছাতেই পুলিশ তাকে আটক করে। তল্লাশি চালাতে মহিলার কাছ থেকে প্রায় ২০০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে মহিলাকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করার কথা। উল্লেখ্য এর আগেও বিভিন্ন এলাকা থেকে মাদক সহ মহিলাদের গ্রেফতার করে পুলিশ। এদিন ফের মাদক সহ গ্রেফতার এক মহিলা।