বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি।
যে ১২টি পুরসভার কাছে নথি তলব করা হয়েথে, তার মধ্যে রয়েছে দমদম, কামারহাটি, পানিহাটির মতো কলকাতা সংলগ্ন এলাকাগুলির পুরসভাও আছে৷ দেখা গিয়েছে, স্কুল নিয়োগ মামলায় যাঁদের নাম উঠে আসছে, তাঁদের কাছেই রয়েছে পুরসভার নিয়োগ পরীক্ষার দিস্তা দিস্তা ও এমআর শিট। অভিযুক্তরা কেউ ব্যবসায়ী, কেউ আবার এজেন্ট।
এঁদের কাছে পুরসভার নিয়োগের ওএমআর শিট কী করে এল, সে বিষয়ে তদন্ত শুরু হতেই দেখা যায় স্কুলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সঙ্গেই এক সূত্রে বাঁধা পুরনিয়োগে অনিয়মের ঘটনা। ইডি বলেছে, ২০১৪ সাল থেকে সমস্ত নিয়োগের তথ্য পাঠাতে হবে। এক সপ্তাহের মধ্যে ওই তথ্য এবং যাবতীয় নথি পাঠাতে হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে৷