স্থগিতাদেশ পড়লো দুর্নীতি মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার ঠিকানা সেই প্রেসিডেন্সি জেল।

আগেই এই মামলায় পুলিশি তদন্তের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই সময়সীমা আরও বাড়ল। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে রেশন মামলা উঠলে বিচারপতির নির্দেশ, রাজ্যের হাতে রেশন দুর্নীতির যে মামলা আছে, তাতে স্থগিতদেশ বহাল থাকবে।

আপাতত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো তদন্ত করতে পারবে না পুলিশ। আগামী ৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের হাত থেকে রেশন মামলার তদন্ত নিজেদের হাতে পেয়ে প্রায় আট মাস আগে মামলা করেছিল ইডি। তবে এখনও কোনো সুরাহা হয়নি।