লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে সামনে এল বড় খবর। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘দিল্লি দখলের। বাংলায় গত বিধানসভা নির্বাচনে লজ্জাজনক হারের পর লোকসভা নিয়ে যথেষ্ট আশাবাদী গেরুয়া শিবির। এদিকে জনমত সমীক্ষা বলছে আসন্ন নির্বাচনে অবিশ্বাস্য ফলাফল করবে BJP।
সমীক্ষা বলছে, আসন্ন নির্বাচনে কোচবিহার থেকে প্রায় ৪৪.৯৬ শতাংশ ভোট পাবে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। যেখানে তৃণমূলের ঝুলিতে যাবে প্রায় ৩৮.৫৩ শতাংশ ভোট। অন্যদিকে, বহরমপুরেও জয় হাসিল করবে বিজেপি প্রার্থী নির্মল সাহা। প্রায় ৩১.১৩ শতাংশ ভোট যাবে বিজেপির ঝুলিতে।
কৃষ্ণনগরে বিজেপির খাতায় যাবে ৪০.১৩ শতাংশ ভোট। এদিকে বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রে তৃণমূলের আধিপাত্য বজায় থাকবে বলে জানাচ্ছে সমীক্ষা। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রায় ৪২.৫৯ শতাংশ ভোট কুড়োবে।