সম্প্রতি এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। রাজধানী নতুন দিল্লিতে পুলিশের ভ্যানে আক্রমণের মতো ঘটনা ঘটল এবার। জানা গিয়েছে, প্রায় ১৪-১৫ জন তলোয়ার হাতে ওই ভ্যানের ওপর ঝাঁপিয়ে পড়ে। আফতাবের ওপর হামলা করাই ছিল তাদের উদ্দেশ্য বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশের গাড়িতে করে আফতাবকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল অন্যত্র, তখনই এই হামলা।
সূত্রের খবর, দিল্লিতে ফরেন্সিক পরীক্ষাগারের বাইরে এই হামলা চালানো হয়। সেখান থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল শ্রদ্ধার খুনে অভিযুক্ত প্রেমিক আফতাবকে। খবর অনুযায়ী, যারা হামলা করেছেন তারা আফতাবের কঠিনতম শাস্তির দাবি তুলেছেন। তবে এই ঘটনায় হামলাকারীদের কয়েক জন জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। এদিকে যার ওপর হামলা আনার চেষ্টা হয়েছে, সেই আফতাবের কিছুই হয়নি বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ওই দু’জনকে আটক করেছে পুলিশ।
এতদিন খোঁজ করেও পুলিশ শ্রদ্ধার দেহের বাকি অংশ উদ্ধার করতে পারেনি এবং আফতাবের থেকেও নতুন কিছু তথ্য হাসিল করতে পারেনি। কিন্তু সম্প্রতি আরাবল্লি পর্বত সংলগ্ন অঞ্চল থেকে একটি ব্যাগ উদ্ধার করা গিয়েছে যাতে মানবদেহের টুকরো আছে। পুলিশের সন্দেহ এই দেহাংশ শ্রদ্ধারই। দিল্লি পুলিশ ইতিমধ্যেই মৃতদেহের টুকরোগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।