হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটলো দিল্লিতে

এদিন দিল্লিবাসীর জন্য দিনের শুরুটাই হলো এক ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে। আচমকাই বিস্ফোরণ, দিল্লিতে ব্যাহত হলো সমস্ত কর্মকান্ড, থমকে গেলো সব কিছু। এদিন সকালে হঠাৎই ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে রাজধানী দিল্লির রোহিণী আদালত। বিরাট শব্দের কেঁপে ওঠে আদালত চত্বর এবং স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ইতিমধ্যে সেখানে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। যদিও কী ভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

রোজকারের মতো এদিনও আদালত চত্বরে কাজ শুরু হয়ে যায় নির্দিষ্ট সময়ে। কিন্তু সকাল সাড়ে ১০ টা নাগাদ বিরাট শব্দে কেঁপে ওঠে আদালত চত্বর। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে এবং সেই সময়ে যে যে শুনানি চলছিল সব স্থগিত হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই খবর দেওয়া হয় দমকলে। তাদের প্রাথমিক অনুমান আদালত চত্বরে একটি ল্যাপটপ ফেটে বিস্ফোরণ ঘটেছে। যদিও এখনও নিশ্চিত ভাবে কিছুই বলতে পারা যাচ্ছে না।

তবে এই প্রথমবার নয়, কয়েক মাস আগেও দিল্লির এই আদালতেই গুলি বিনিময় হয়েছিল দুই পক্ষের সমাজবিরোধীদের মধ্যে। সেখানে নিহত হয়েছিল গ্যাংস্টার এবং তার এক সঙ্গী। তারপর আবার সেই একই আদালতে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক বৃদ্ধি করছে।

Leave a Reply