দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর। স্নান করা যাবে না দিঘার ঘাটে। সবুজ শ্যাওলায় ছেয়ে গেছে দিঘা সমুদ্র বাঁধাই ঘাট। এই অবস্থায় বিশেষ উদ্যোগ নিচ্ছে দিঘা উন্নয়ন পর্ষদ।
ওল্ড দিঘার এই ঘাটকে এক নজরে দেখলে মনে হবে যেন পাতা রয়েছে সবুজ কার্পেট। তার উপর দাঁড়িয়ে পর্যটকেরা সমুদ্রের ছবি তুলছেন। এর ফলে বিশেষ উদ্যোগ নিতে শুরু করেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ।
এই শ্যাওলাগুলির ভিতরে আবার লুকিয়ে রয়েছে ছোট ছোট ধারালো ঝিনুক। এই ঝিনুকগুলিতে পা পড়লে ক্ষতবিক্ষত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত তিন বছর হল উৎপত্তি হয়েছে এই ধরনের শ্যাওলার। ওল্ড দিঘার এক নম্বর এবং দু’নম্বর ঘাটে শ্যাওলার উপর দিয়ে হাঁটা ও স্নান বন্ধ করা হয়েছে প্রশাসনের তরফে।