দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা দুর্গা পুজোয় পর্যটকদের জন্য নিল বিশেষ উদ্যোগ। উত্তরবঙ্গের পর্যটনস্থলগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পুজোর সময় বিশেষ জয় রাইডের ব্যবস্থা করবে NBSTC।
NBSTC কোচবিহারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে আসতে চলেছে বিশেষ দোতলা বাস। একটি বাসে একসাথে ৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানাচ্ছেন, পুজোর সময়টাতে বহু মানুষ উত্তরবঙ্গে ঘুরতে আসেন। তাদের কথা মাথায় রেখে আমরা পুজোর সময় বিশেষ দোতলা বাসে করে জয় রাইডের ব্যবস্থা করেছি।
অন্যান্য বাসের তুলনায় প্রতি কিলোমিটার যেতে এই বাসের খরচ অনেকটাই বেশি হয়। খাবার ও পানীয়র ব্যবস্থা করা হবে যাত্রীদের জন্য। কোচবিহার বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে দেখা যাবে রাজবাড়ি, মন্দির, জাদুঘর, ইত্যাদি দর্শনীয় স্থানগুলি। জনপ্রতি ১০০ টাকা করে ভাড়া রাখা হয়েছে এই জয় রাইডের।