নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা রাজ্য সরকারের তরফে

রাজ্য সরকারের তরফে এবার নয়া উদ্যোগ। রাজ্যের নজরে এবার স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থা। বহু স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অভিভাবকদের দাবি স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বহুবার তাঁরা প্রশ্ন তুললেও সেগুলি যথাযথ গুরুত্ব পায়নি। সেই সূত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে স্কুল ভিত্তিক একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি এ ব্যাপারে সাত দফা নির্দেশিকা জারি করেছে পর্ষদ। তাতে ‘স্টুডেন্ট অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটি’ গঠনের কথা বলা হয়েছে। বলা হয়েছে স্কুলের নিরাপত্তা কমিটিতে থাকবেন প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক অথবা চেয়ারম্যান। সেই সঙ্গে রাখতে হবে একজন শিক্ষিকাকে। এছাড়া কমিটিতে থাকবেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবকদের পক্ষ থেকে দু’জন, পুলিশ প্রশাসন এবং রাজ্যের পরিবার ও সমাজ কল্যাণ দফতরের দুই আমন্ত্রিত প্রতিনিধি। অভিভাবকদের উদ্বেগ কমাতেই এই ধরনের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর।

মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশিকাকে স্বাভাবিকভাবেই স্বাগত জানিয়েছে সব মহল। এতে পড়ুয়ারা স্কুলে নিশ্চিন্তে ক্লাস করতে পারবে বলে সকলেই মনে করছেন। সূত্রের খবর এই মনিটারিং কমিটি শীঘ্রই গঠন করা হবে। এরপর কমিটি যাতে দ্রুত তার কাজ শুরু করে দেয় সেই নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে পর্ষদ। তাই পড়ুয়াদের স্বার্থে মনিটরিং কমিটির কাজকর্ম বা বিভিন্ন সুপারিশ কতটা বাস্তবায়িত হয় এখন সেটাই দেখার।