বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শাসক দলের দুর্নীতি নিয়ে, দলেরই বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে তৃণমূলের একাধিক নেতাকে।
কিছুদিন আগেই ভোট নিয়ে বিস্ফোরক ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। তৃণমূল MLA বলেছিলেন, “টিকিট দেওয়ার নাম করে ব্লক সভাপতি টাকা তুলছেন। ভগবানগোলা-২ ব্লকে যে ধরনের ঘটনা ঘটেছে, সেখানে ৩০-৪০ লাখ টাকার গল্প রয়েছে। আমাদের পরিবর্তনের দরকার। ব্লক সভাপতিদের সব থেকে বেশি বদলের প্রয়োজন।”
বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূল বিধায়কের এই মন্তব্যে ক্ষুব্ধ দলের অধিকাংশ। শুধুই তাই নয়, এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট করবেন বলেও জানিয়েছেন পরিষদীয়মন্ত্রী তথা শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ও।