দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই ‘মা আসছেন’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই পুজো কমিটিগুলি জন্য বড় খবর। পুজো কমিটির কর্ণধারদের সঙ্গে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দূর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার দ্বিতীয় বছরে দুর্গাপুজো কমিটি গুলিকে আর্থিক সাহায্যের পরিমাণ আরও দশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে রাজ্যে সরকার। প্রায় ৪৩ হাজার পুজো কমিটির জন্য এবার ৭০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করেছে রাজ্য।
তবে সেখানেও ব্যতিক্রম, সরকারি অনুদান ঘোষণা হওয়ার পরেই পাল্টা সেই অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করল খাস কলকাতার একটি নামী পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার। এই অনুদান গ্রহণ করছে না বলে জানিয়েছেন পুজো কমিটির অন্যতম সদস্য তথা বিজেপি নেতা সজল ঘোষ। প্রসঙ্গত, এবারের দুর্গাপুজোয় বড় চমক দিতে একেবারে রাম মন্দির নিয়ে হাজির হয়েছে সন্তোষ মিত্র স্কোয়্যার।