সাত সকালে বাইসনের হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির

সাত সকালে বাইসনের হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। আহত সাতজন তাদের মধ্যে তিনজন কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের হাড়িভাঙ্গা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, সকাল ছয়টা নাগাদ ভুট্টা খেতে দুটি বাইসন দেখতে পায় ওই এলাকায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা যায়, শনিবার সকালে নিজের বাড়ির পাশে বাঁশঝাড়ের সামনে দাঁড়িয়ে ছিলেন বীরেন বর্মন সেই সময় হঠাৎই পেছন থেকে এসে বাইসন তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে কোচবিহার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাইসন দুটি কোথা থেকে এলো সেটা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা। বর্তমানে আতঙ্কে রয়েছে গোটা এলাকা।