লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে এবার রাজ্যে রাজ্যে শুরু হয়েছে জনমত সমীক্ষা। যার মধ্যে উত্তরপ্রদেশের সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে ৭৮টিই থাকবে এনডিএ-র দখলে।
উল্লেখ্য, গত নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে এনডিএ জিতেছিল মোট ৬৪টি আসন। যেখানে সমাজবাদী পার্টির দখলে ছিল ৫টি, কংগ্রেস পেয়েছিল ১টা। অন্যদিকে মায়াবতীর দখলে ছিল মোট ১০টি আসন। সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে আসন পেতে তেমন একটা কাঠখড় পোড়াতে হবেনা বিজেপিকে।
জনমত জরিপ অনুসারে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে প্রায় ৫৩.১৬ শতাংশ ভোট, যেখানে ‘ইন্ডিয়া’র দখলে যাবে প্রায় ৩২.৫৭ শতাংশ ভোট। অন্যদিকে বিএসপি পেতে পারে প্রায় ১০.৪৩ শতাংশ ভোট এবং নির্দল সহ অন্যান্যদের ঝুলিতে যাবে প্রায় ৩.৮৪ শতাংশ ভোট। সবে মিলিয়ে উত্তরপ্রদেশ যে এনডিএ-র দখলে সেকথা বলাই বাহুল্য।