উঠতে থাকা একাধিক অভিযোগের সমাধান করতে বড় এক পদক্ষেপ নেওয়া হলো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সিলেবাস বহির্ভূত ও বিতর্কিত প্রশ্ন রুখতে মধ্যশিক্ষা পর্ষদ নতুন পদক্ষেপ গ্রহণ করল। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন পাঁচটি পাঠ্যবই আনছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের এই বইগুলিতে উক্ত সমস্যার সমাধান করতে পারবেন পড়ুয়ারা।
মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে, নবম-দশম শ্রেণীর পড়ুয়ারা ২০২৪ সালেই হাতে পাবে বইগুলি। সেই বইগুলি পড়ে পড়ুয়ারা মাধ্যমিক দেবে ২০২৫ সালে। তবে পরিবর্তন হবে না সিলেবাসের। পরীক্ষায় অনেক সময় দেখা যায় এমন কিছু প্রশ্ন এসেছে যা সিলেবাস বহির্ভূত। আবার অনেক সময় এসে থাকে বিতর্কিত প্রশ্ন।
পরে অনুসন্ধান করে দেখা যায় এইসব প্রশ্নের উত্তর রয়েছে কোনও বেসরকারি সংস্থার ছাপানো বইতে। এইসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ রিভিউ চালিয়েছে বেসরকারি প্রকাশনা সংস্থার পাঁচটি বিষয়ের বইয়ের উপর। জানা গেছে, এই বইগুলি দেওয়া হবে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের।