দুর্নীতির মামলায় গঠিত হলো নতুন সিট

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে স্কুলে গ্রুপ ডি মামলার তদন্তে এবার সিবিআই-এর পুরনো সিট ভেঙে নতুন সিট গঠন করল কলকাতা হাই কোর্ট৷ গত ৭ মাসে ৫৪২ জনের মধ্যে মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করায় ক্ষুব্ধ আদালত৷ সিবিআই-এর স্পেশ্যাল ইনভেস্টিগেন টিম (সিট)-এর ভূমিকায় অসন্তুষ্ট বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এর পরেই সিট-এর দুই অফিসারকে সরিয়ে চারজনকে অন্তর্ভুক্ত করা করেন তিনি৷

প্রসঙ্গত, সন্দীপ প্রসাদ নামে এক চাকরিপ্রার্থীর করা মামলার ভিত্তিতে গত বছর ২২ নভেম্বর কলকাতা হাইকোর্ট গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। মামলাকারীর অভিযোগ ছিল, অর্থের বিনিময়ে চাকরিতে নিয়োগ করা হয়েছে। চলতি বছর ১৮ মে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, গ্রুপ ডি-তে যে ৫৪২ জনের বিরুদ্ধে বেআইন ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের দলে দলে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা৷

গত ১৭ জুন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তিনি সিবিআই-এর যে সিট গঠন করেছিলেন, তা ভেঙে নতুন সিট গঠন করেন৷ তিনি সিবিআই-কে চারজন আধিকারিকের নাম দেওয়ার জন্য নির্দেশ দেন৷ যাঁদের তিনি এই টিমে সংযুক্ত করবেন৷ নির্দেশ পেয়েই সিবিআই-এর তরফে চারজন আধিকারিকের নাম দেওয়া হয়৷ তাঁরা হলেন, অংশুমান সাহা (ডেপুটি এসপি), বিশ্বনাথ চক্রবর্তী (ইন্সপেক্টর), প্রদীপ ত্রিপাঠি (ইন্সপেক্টর), ওয়াসিম আকরাম খান (ইন্সপেক্টর)। পাশাপাশি আগের সিট থেকে দুই আধিকারিক ইমরান আশিক এবং কেসি রিশিনামোলকে সরিয়ে দেন তিনি৷