শিক্ষা দফতরের তরফে জারি হল নয়া বিজ্ঞপ্তি

যত দিন এগিয়ে চলেছে পাল্টে যাচ্ছে নিয়ম। বিরাট সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। এবার প্রাথমিকেই হবে পঞ্চম শ্রেণীর পাঠ। জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষার আওতায় আসবে পঞ্চম শ্রেণি। রাজ্যের সরকারি স্কুলগুলিতে এতদিন অবধি পঞ্চম শ্রেণি উচ্চশিক্ষার আওতায় ছিল।

তবে ২০২৫ সাল থেকে তা প্রাথমিক শিক্ষার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অনুসারে পঞ্চম শ্রেণি সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, পঞ্চম শ্রেণি উচ্চশিক্ষার আওতায় থাকার কারণে বেশ কিছু অসুবিধা হচ্ছিল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সাল থেকেই পশ্চিমবঙ্গের অন্তত ২৩৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিকে সংযুক্ত করা হবে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান সহ রাজ্যের একাধিক জেলার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।