পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়েছে পরীক্ষা, এই মুহূর্তে রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা। আর কিছুদিন পরেই শুরু হবে উচ্চ মাধ্যমিক। এই আবহেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় আপডেট উঠে এল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রায় বাধ্য হয়ে বিজ্ঞপ্তি বদল করল।
এমন বহু পরীক্ষার্থী রয়েছেন যাদের অভিভাবক, বাবা-মা শিক্ষকতার সাথে জড়িত। ছেলে-মেয়ের পরীক্ষা চললে এই ধরনের অভিভাবকেরা সমস্যায় পড়েন। অন্যান্য অভিভাবকদের মতোই শিক্ষকতার সাথে যুক্ত অভিভাবকরাও চান এই সময়টাকে সন্তানদের পাশে থাকতে।
তাই এইসব অভিভাবকেরা ছুটির আবেদন করেছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়। প্রথমে সংসদ অভিভাবকদের এই আবেদন মঞ্জুর করেনি। তবে সংসদের পক্ষ থেকে কিছুদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, চিকিৎসা সংক্রান্ত জরুরি বিষয় ছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি পাবেন না শিক্ষক-শিক্ষিকারা।