রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে সম্প্রতি প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ নতুন করে জারি করা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতকস্তরে ৪৫ শতাংশ নম্বর থাকলেই টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)-এ বসা যাবে। এই নিয়ম জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
রিজার্ভ ক্যাটেগরির পরীক্ষার্থীরাও টেট পরীক্ষা দিতে পারবেন৷ তবে পরীক্ষার্থীকে বিএড কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সেই সঙ্গে স্নাতকস্তরে ৪০ শতাংশ নম্বর থাকলেই পরীক্ষায় বসচে পারবেন রিজার্ভ ক্যাটেগরির সেই চাকরিপ্রার্থীরা৷ পর্ষদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১০ সালের ২৩ অগাস্টের আগে যাঁরা স্নাতক-সহ বিএড ডিগ্রি পেয়েছেন, তাঁরাই রিজার্ভ ক্যাটেগরিতে পরীক্ষা দিতে পারবেন৷
উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণিতে নিয়োগের জন্য টেট পরীক্ষা নেওয়া হবে৷ পুজোর আগেই এই ঘোষণা করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি জানিয়েছিলেন, টেট-এর মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে।