দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। আসন্ন এই পূজার পূর্বেই রাজ্যের শিকক্ষকদের জন্য বড় সুখবর। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে আগামী প্রজন্মকে তৈরি করার গুরু দায়িত্ব নেভান শিক্ষক–শিক্ষিকারা। সেই শিক্ষকদের জন্য অভিনব পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ।
সরকারি স্কুলের শিক্ষকদের মনের অবস্থার খোঁজ নিতে রাজ্যের সরকারি স্কুল গুলিতে সমীক্ষা চালাবে মধ্যশিক্ষা পর্ষদ। মেপে দেখা হবে শিক্ষক–শিক্ষিকাদের মানসিক স্বাস্থ্য কেমন আছে সেই বিষয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ‘মনোদর্পণ’–এর অধীনে প্রতিটি রাজ্যে এই সমীক্ষা চলবে।
দুর্গাপুজোর ছুটির পরই রাজ্যের সরকারি স্কুল গুলিতে এই সমীক্ষা শুরু হয়ে যাবে। লিঙ্কের দ্বারা গুগল শিটের মাধ্যমে এই সমীক্ষা চলবে। একবার তথ্য আপলোড করার কাজ সমাপ্ত হলে তারপর শুরু হবে সেই নিয়ে সমীক্ষা। এভাবেই রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের মনের খোঁজ নেবে পর্ষদ।