সমগ্র দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বদল আসতে পারে। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকেন।
এই পরিস্থিতিতে এবার আরও বৃদ্ধি পাবে রেশন ব্যবস্থার পরিধি। যাদের রেশন কার্ড রয়েছে তারা রেশন দোকানে আরো দুটি বিশেষ পরিষেবা পেতে চলেছেন। সরকার চাইছে রেশন দোকানকে সার্ভিস সেন্টারের রূপ দিতে। সরকার খুব শীঘ্রই রেশন দোকানে ব্যাংকিং পরিষেবা ও রান্নার গ্যাস পরিষেবা শুরু হতে চলেছে।
রেশন দোকানে এবার থেকে পাওয়া যাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সুবিধা। গ্রাহকরা রেশন দোকানেই টাকা জমা, টাকা তোলা ও অন্যান্য ব্যাংকিং এর কাজ করতে পারবেন। সাধারণ মানুষের হয়রানি কমাতে আধার কার্ড থেকে পাসপোর্ট, এসব কিছুর পরিষেবাই মিলতে চলেছে রেশন দোকানে। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে সায় দিয়েছেন।