নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সরকারের তরফ থেকে এমন একটি খবর উঠে আসছে যা শুনলে গোটা বিশ্ব অবাক হয়ে যেতে পারে।

কেন্দ্রীয় সরকার আকাশপথে ১.২৫ লক্ষ কোটি টাকা খরচ করে তৈরি করছে বিশেষ রাস্তা। সব থেকে চমকে দেওয়া ব্যাপার হল এই রাস্তাগুলি তৈরি হবে শহরের উপর এবং মানুষ এই আকাশ পথ দিয়েই যাতায়াত করবে। এই প্রকল্প দেশের ২০০ টি শহরে বাস্তবায়িত করা হবে।

কেন্দ্রীয় সরকার ভারতমালা প্রকল্পের আওতায় ২০০টি রোপওয়ে প্রকল্প শুরু করতে চলেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মুক্তি পাওয়া যাবে যানজটের সমস্যা থেকে। ইতিমধ্যেই ১২০ কিলোমিটার ৩০ টি রোপওয়ে পথ তৈরির কাজ শুরু হয়ে গেছে। আরো আটটি প্রকল্পের কাজ ২০২৬ সালের মধ্যে শুরু হবে। দেশের প্রথম আরবান রোপওয়ে প্রকল্পের কাজ শেষ হতে চলেছে বারাণসীতে।