মহানগরী পরিষ্কার রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

মহানগরী পরিষ্কার রাখতে কলকাতা পুরসভার তরফে নেওয়া হয়েছে এক নয়া উদ্যোগ। বাড়ির ময়লা ফেলার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে তাদের তরফে। নতুন এই নিয়ম মেনে ময়লা না ফেললে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। সবুজ এবং নীল বালতির ব্যবস্থা করা হয়েছে। যাতে শুকনো এবং ভেজা ময়লা পৃথকভাবে ফেলা হয়।

কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের বাড়ি বাড়িতে পৌঁছে গিয়েছে এই সবুজ এবং নীল বালতি। যথাক্রমে ভেজা এবং শুকনো ময়লা এই দুই বালতিতে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। তা যদি না মানা হয় বা কেউ যদি এই নির্দেশ না মেনে ময়লা ফেলেন তাহলে তাকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে। সম্প্রতি বেহালার বেশকিছু ওয়ার্ড পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। খতিয়ে দেখেন এলাকাবাসী দুই বালতির ব্যবহার ঠিকভাবে করছে কিনা।

ময়লা ফেলার নয়া নিয়মের ব্যাপারে পুরসভার তরফে জানান হয়েছে, এই নিয়ম মেনে চললে ভবিষ্যতে আর ধাপার মাঠ তৈরি হওয়ার মতো পরিস্থিতি আসবে না। আর যারা নিয়মমাফিক ময়লা ফেলবেন না তাদের বাড়ি থেকে পুরসভা ময়লা সংগ্রহ করতে যাবে না। অন্যদিকে, সেই ময়লা কেউ যদি রাস্তায় ফেলে তাহলে তাকে জরিমানা করা হবে।