শিক্ষার ক্ষেত্রে এক উদ্যোগ নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। প্রতিটি শিক্ষাবর্ষে নতুন শ্রেণিতে উঠলে সব পড়ুয়াদের নিয়ে গ্র্যাজুয়েশন সেরিমনি পালন করা হবে! এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী বছর ২ জানুয়ারি থেকে এক মাস ধরে সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এইভাবে ছাত্র ছাত্রীদের সম্মান জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।
জানা গিয়েছে, ১৩ দফার ঐ নির্দেশিকায় নতুন শ্রেণিতে উত্তীর্ন হওয়া সব ছাত্র-ছাত্রীদের চকোলেট এবং মিষ্টি দিয়ে স্বাগত জানানোর কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি গ্রুপ লার্নিং সহ পড়াশুনোর মানোন্নয়নে একাধিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। প্রতিটি সমাবর্তন অনুষ্ঠান তথ্যচিত্র আকারে তৈরি করে সেগুলি বুকলেট আকারে প্রকাশ করতে হবে, এমনও বলা হয়েছে ওই নির্দেশিকায়।
কিছুদিন আগে সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে নৈতিক চরিত্র গঠন নিয়ে পাঠ্যসূচী সিলেবাসে কিছু অন্তর্ভূক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল। সেই প্রেক্ষিতে প্রাথমিক স্তরের সিলেবাসে বিষয়টি যুক্ত করা নিয়ে অ্যাড হক কমিটি প্রাথমিক একটি বৈঠকও সেরে ফেলেছে।