মহানগরীর বুকে নয়া অনুষ্ঠানের পরিকল্পনা বিজেপির তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বড় ধরনের সামাজিক উদ্যোগ নিচ্ছে বিজেপি। একমাত্র গীতাই পারে নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে। মনে করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যেই কলকাতায় হবে বিরাট গীতাপাঠের অনুষ্ঠান। কমপক্ষে ১ লক্ষ মানুষ একসঙ্গে গীতাপাঠ করবে কলকাতায়। ব্রিগেড ময়দানে হতে চলেছে এই গীতাপাঠের আসর।

অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হবে বাংলার বিজেপির পক্ষ থেকে। জানালেন বিজেপির ‘নমামি গঙ্গে’র মূখ্য কর্মকর্তা গোপাল সরকার। বিজেপি সূত্রে খবর, আজ হোক বা কাল হোক, পশ্চিমবঙ্গের স্কুল সিলেবাসে গীতাপাঠ অন্তর্ভুক্ত হবে৷ নন্দীগ্রামে শুভেন্দু এরকম অনুষ্টান আগেও করেছেন। কলকাতাতেও বড় মাত্রায় ওই অনুষ্টান করার পরিকল্পনা রয়েছে তাঁর।

সম্প্রতি শুভেন্দু বলেছিলেন, ‘সনাতনী সংস্কৃতিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে৷ আমরা যেন, দুটো কথা গর্ব করে বলতে পারি৷ একটা হল, আমি হিন্দু, আর একটা হল, আমি ভারতীয়৷’ তবে বড়দিনের সময় গীতাপাঠের ওই অনুষ্টানের অনুমতি কলকাতা পুলিস আদৌ দেবে কী না, তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে পদ্ম শিবিরেই।