তিনবাত্তি মোড়ে তৈরি হবে নতুন বাস টার্মিনাস, এলাকা পরিদর্শনে মেয়র

শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে তৈরি হবে নতুন বাস টার্মিনাস, এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জায়গায় তৈরি হবে নতুন বাস টার্মিনাস ও NBSTC এর প্রশাসনিক ভবন। মঙ্গলবার, দিল্লি থেকে আগত বাস্তুকার তথা স্থপতি পি আর ম্যাহেতাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। এদিন তিনবাত্তি মোড়ের নতুন বাস টার্মিনাসের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র।

তবে, পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলের ওপর ক্ষোভ উগরে দেন মেয়র।
এদিন মেয়র গৌতম দেব বলেন, “এই কাজ করতে রেলের তরফ থেকে অসহযোগিতা করা হচ্ছে। এই জায়গা NBSTC এর হলেও রেল নিজের বলে দাবি করছে। এই জায়গার সমস্ত কাগজপত্র রয়েছে। সকলের সঙ্গে আলোচনায় বসা হবে।”