বড় ঘোষণা রাজ্য সরকারের তরফে। এবার থেকে স্কুলে দুপুরের খাওয়ায় মিলছে সুস্বাদু জলের রূপালী শস্য, স্বাভাবিকভাবে মুখে হাসি ফুটেছে পড়ুয়াদের। তবে এই ঘটনা কিন্তু বাংলার সব স্কুলে ঘটছে না। ফলতা অবৈতনিক প্রাইমারি স্কুলের পড়ুয়ারাই মিড ডে মিলে ইলিশ খাওয়ার সুযোগ পাচ্ছেন।
স্কুলের পড়ুয়াদের কথার মাথায় রেখে প্রধান শিক্ষক প্রায় সুস্বাদু খাবার পরিবেশনের উদ্যোগ নেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার নির্ধারিত মেনুর বাইরে গিয়ে পরিবর্তন ঘটাতে সচেষ্ট হন। প্রধান শিক্ষকের উদ্যোগে স্কুলের পড়ুয়ারা দুপুরের খাবারের পাতে পেয়েছেন চিলি চিকেন-ফ্রাইড রাইসও! প্রধান শিক্ষক আরো এক কদম এগিয়ে এবার পড়ুয়াদের মুখে তুলে দিলেন এক টুকরো ইলিশ।
ইলিশ মাছের পাশাপাশি ছিল চিংড়ি মাছের বন্দোবস্ত। প্রধান শিক্ষক তিলক নস্কর বলেছেন, “ছোটদের কথা ভেবে চিংড়ি মাছের ব্যবস্থা ছিল। ইলিশ মাছ খেতে গিয়ে গলায় কাঁটা আটকাতে পারে তাই এই সিদ্ধান্ত। তবে ইলিশ মাছ ভাজা ও ভাপা ছিল বড় পড়ুয়াদের জন্য।”