অসামাজিক কার্যকলাপ রুখতে মাথাভাঙ্গায় পুলিশের সচেতনতার বার্তা

উৎসবের প্রাক্কালে মাথাভাঙ্গা শহরে যানজট, অসামাজিক কার্যকলাপ , শহরের শান্তি শৃঙ্খলা ও চুরি রুখতে, মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে রুট মার্চ করেন। পাশাপাশি বিভিন্ন সোনার দোকানে গিয়ে সিসিটিভি রয়েছে কিনা তার খোঁজখবর নেন এবং কোন সমস্যা হলে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেন। তিনি মাথাভাঙ্গা থানা থেকে পায়ে হেঁটে মাথাভাঙ্গা শহর, বাজার, শনি মন্দির মোর সহ বেশ কিছু এলাকায় রুট মার্চ করেন।
মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল জানান, ধারাবাহিকভাবে মাথাভাঙ্গা শহর এবং মাথাভাঙা মহকুমা এলাকা জুড়ে এই অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলবে। পুজোর আগে মাথাভাঙ্গা শহরের রুট মার্চের ফাঁকে ফাঁকে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেনএবং সচেতনতামূলক বার্তা দেন।