ভরদুপুরে রোষের বলি এক মহিলা

হাওড়া স্টেশন অত্যন্ত ব্যস্ততম একটি স্টেশন। আর ভর দুপুরবেলায় স্টেশনে চত্বরেই খুন হয়ে গেল এক মহিলা। হঠাৎ শোনা যায় এক মহিলার আর্তনাদ। ভিড়ের মাঝে এক মহিলাকে ছুরি মেরে ‘খুন’ করা হয়। ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আহত মহিলাকে চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তাকে মৃত বলে ঘোষণা করা যায়। অভিযুক্ত বালেশ্বর নামে এক ব্যক্তি। গোলাবাড়ি থানার পুলিশ তাকে আটক করে। তবে খুনের কারণ এখনো ধোঁয়াশা।