তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই আবারও এক বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের তরফ থেকে এবার আয়ুষ ডিসপেনসারি খোলা হবে গোটা রাজ্যেই।
শহরতলি এবং গ্রামবাংলার মানুষজন যাতে সস্তায় সমস্ত ধরণের ওষুধ পেতে পারে সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ। এছাড়াও এতে স্থানীয় মানুষদের জন্য একটা কর্মসংস্থানও তৈরি করবে। সারা রাজ্যে মোট ১২০ টি আয়ুষ ডিসপেনসারি খোলার পরিকল্পনা রয়েছে। মোট ৭০ টি হোমিওপ্যাথি, ৪০টি আয়ুর্বেদিক এবং ১০টি ইউনানি ডিসপেনসারি খোলা হবে।
ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য আধিকারিকদের কাছে নোটিশও চলে এসেছে। প্রতিটি জেলায় উপযুক্ত জায়গা চিহ্নিত করতে বলা হয়েছে এই নোটিশে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিটি জেলার মানুষ এবার থেকে কম টাকায় ওষুধ পাবে।