জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় এক চিতাবাঘের মৃত্যু

ফের জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় এক চিতাবাঘের মৃত্যু। বৃহস্পতিবার ভোরে ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের কমলা বাগানের ঘটনা ! এদিন কমলা বাগানের বাকু লাইনে ২৭নং জাতীয় সড়কে একটি চিতাবাঘকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ এবং ঘোষপুকুর রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে! জানা গিয়েছে পূর্ণবয়স্ক মহিলা চিতাবাঘটি গাড়ির ধাক্কাতেই এই মৃত্যু। তবে ঘটনায় ঘাতক গাড়িটিকে এখনো পাকরাও করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার চিতাবাঘটি ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে। গতবছর আগষ্ট মাসে এক‌ই এলাকায় গাড়ির ধাক্কায় এক চিতাবাঘের মৃত্যু হয়েছিল।