অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ নষ্ট নকশালবাড়ি আবগারি দফতরের

চোলাই মদের বিরুদ্ধে অভিযানে সাফল্য আবগারি দফতরের। দীপাবলির আগে বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে চোলাই মদের আস্তানা। চোলাই মদের এই আস্তানা বন্ধ করতে এদিন ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের কমলা চাবাগানের বিভিন্ন স্থানে অভিযান চালায় আবগারি দফতর। এদিন ঘোষপুকুর ফাঁড়ির পুলিশের সহায়তায় অভিযান চালায় নকশালবাড়ি আবগারি দফতর কমলা চাবাগানের গির্জা লাইন, শায়লা লাইন, বাকুল লাইন, গান্ধী মোড় ও ঘুঘুঝোড়া এলাকায়।

অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ নষ্ট করার পাশাপাশি মদ তৈরির উপকরণ ভেঙে ফেলা হয়। আবগারি দফতর সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। ঘটনায় কাউকে গ্রেফতার করা না গেলেও প্রচুর চোলাই মদ নষ্ট করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে। যদিও এভাবে চোলাই মদ নষ্ট করে দেওয়ার ক্ষুব্ধ চোলাই মদ কারবারিরা৷