বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে টেট দুর্নীতির তদন্তে নেমে উঠে এল নয়া তথ্য।
প্রথম থেকেই আদালতের প্রশ্ন ছিল ২০১৪ সালের টেট পরীক্ষার উত্তরপত্র কোথায় গেল? আদালতের প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় জায়গার অভাবে সেই উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট পুড়িয়ে ফেলা হয়েছে।
সিবিআই আদালতকে জানাল, ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট পুড়িয়ে ফেলা হয়নি। কেজি দরে বালেশ্বরের একটি কাগজ প্রস্তুতকারী সংস্থাকে বিক্রি করা হয়েছে ওএমআর শিট। এই উত্তরপত্র বিক্রি করার প্রধান উদ্দেশ্যই ছিল প্রমাণ নষ্ট করা। এই সংস্থা জানিয়েছে, ২০০ কুইন্টালের বেশি ওএমআর শিট তারা নষ্ট করেছে ২০১৮ সালে।