রাজ্যে এবার খুলতে চলেছে কর্মসংস্থানে নতুন দিশা, তৈরী হতে চলেছে শিল্পায়নের বড় ক্ষেত্র। সম্প্রতিকালেই ঘোষিত হয়েছিল যে নতুনভাবে সেজে উঠতে চলেছে তাজপুর, রাজ্য সরকারের তরফে করা হয়েছিল এই ঘোষণা। রাজ্য সরকারের সাথে চুক্তি করে আদানি গোষ্ঠী গভীর সমুদ্র বন্দর তাজপুর নির্মাণ করতে চলেছে তাজপুরে।
সমুদ্র বন্দর তৈরির জন্য আদানি গোষ্ঠী শীঘ্রই শুরু করতে চলেছে পরিবেশ সংক্রান্ত সমীক্ষা, আপাতত অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ‘লেটার অফ এগ্রিমেন্ট’-র। এই চুক্তি পত্র পেয়ে গেলেই আদানি গোষ্ঠী শুরু করতে পারবে পরিবেশ সংক্রান্ত সমীক্ষার কাজ।
প্রতিরক্ষা মন্ত্রক এবং অন্যান্য পক্ষের থেকে ছাড়পত্র পেয়ে গেলেই সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ‘লেটার অফ এগ্রিমেন্ট’। ২৫ হাজার কোটি টাকার এই বন্দর তৈরি হলে সরকারের শিল্প বিরোধী তকমা অনেকটাই ম্রিয়মাণ হবে। এই বন্দর তৈরি হলে হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে।