বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে এবার ধর্মঘট পালন করতে চলেছে রাজ্যের বামপন্থী শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা সহ তিন দফা দাবিতে আগামী ১০ই মার্চ রাজ্য জুড়ে ধর্মঘট পালন করতে চলেছেন তারা। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান, জেলা বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন সরকারি দপ্তরে ধর্মঘটের নোটিশ প্রদান করা হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকেও এই নোটিশ তুলে দেন শিক্ষকরা। জলপাইগুড়ির সদর ব্লকের চারটি সার্কেলের শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে ধর্মঘটের নোটিশ দিতে গেলে শিক্ষকরা দেখেন দপ্তরে কোনও আধিকারিক নেই। এতে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝাঁ। তিনি বলেন, ২০ ও ২১শে ফেব্রুয়ারি রাজ্য জুড়ে যেভাবে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য সরকারকে বার্তা দিয়েছে যে, কর্মচারী শিক্ষকরা তাদের দাবি আদায়ে পেছনে হাটবে না। তিনি বলেন, ডিএ বেতনেরই একটি অংশ। ফলে ডিএ কর্মচারী শিক্ষকদের সাংবিধানিক অধিকার। এটা সরকারের দয়ার দান নয়। পাশাপাশি রাজ্যে স্বচ্ছতার সাথে শূন্যপদে নিয়োগ করা ও অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি জানান তারা।
Related Posts
ঘোষণা অনুযায়ী বদল এলো ঝড়ের গতিপথে
বদলে যাচ্ছে গতিপথ, সত্যি হলো পূর্ব ঘোষণা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকেই সঠিক প্রমাণিত করে গতিপথ বদল করল ঘূর্ণিঝড় আসানি। মঙ্গলবারই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল সামুদ্রিক ঘূর্ণিঝড় হিসাবেই অবস্থান করবে আসানি। এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশের সম্ভাবনা নেই। কিন্তু মঙ্গলবার রাতেই পূর্বাভাস বদল করে জানানো…
চাপ বাড়লে মধ্যবিত্তদের, নয়া GST কার্যকর হওয়ায় দাম বাড়ছে বাজার মূল্যের
বাড়তে থাকা বাজার দরের মাঝে আরো চাপ বাড়ল মধ্যবিত্তদের মধ্যে। আজ অর্থাৎ সোমবার থেকেই কার্যকর হচ্ছে নয়া জিএসটি হার। জিএসটি কাউন্সিলের বৈঠকে একাধিক পণ্যের উপর থেকে কর মকুবের সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। যার জেরে দাম বাড়ছে একাধিক পণ্যের৷ দেখে…
Famous Bengali film director Tarun Majumdar passes away in Kolkata
Famous Bengali movie director Tarun Majumdar died at a state-run clinic in Kolkata on Monday morning. He died at the age of 91. The nonagenarian director was critically suffering from kidney ailments for a long time and was admitted to…