বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে এবার ধর্মঘট পালন করতে চলেছে রাজ্যের বামপন্থী শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা সহ তিন দফা দাবিতে আগামী ১০ই মার্চ রাজ্য জুড়ে ধর্মঘট পালন করতে চলেছেন তারা। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান, জেলা বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন সরকারি দপ্তরে ধর্মঘটের নোটিশ প্রদান করা হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকেও এই নোটিশ তুলে দেন শিক্ষকরা। জলপাইগুড়ির সদর ব্লকের চারটি সার্কেলের শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে ধর্মঘটের নোটিশ দিতে গেলে শিক্ষকরা দেখেন দপ্তরে কোনও আধিকারিক নেই। এতে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝাঁ। তিনি বলেন, ২০ ও ২১শে ফেব্রুয়ারি রাজ্য জুড়ে যেভাবে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য সরকারকে বার্তা দিয়েছে যে, কর্মচারী শিক্ষকরা তাদের দাবি আদায়ে পেছনে হাটবে না। তিনি বলেন, ডিএ বেতনেরই একটি অংশ। ফলে ডিএ কর্মচারী শিক্ষকদের সাংবিধানিক অধিকার। এটা সরকারের দয়ার দান নয়। পাশাপাশি রাজ্যে স্বচ্ছতার সাথে শূন্যপদে নিয়োগ করা ও অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি জানান তারা।
Related Posts
আগামী কয়েক বছরের মধ্যে সচেতন হতে হবে কলকাতাকে
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের কলকাতায় এবারের অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। একাধিক জায়গায় স্বাভাবিকের থেকে সর্বাধিক তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বেশি। আগামী সোমবার…
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে
রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে সদ্যই শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য এসেছে বিরাট খবর। পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে একাধিক প্রকল্প আনতে চলেছে…
একের পর এক নেতা মন্ত্রীর গ্রেফতার নিয়ে সরব মুখ্যমন্ত্রী
এই মুহূর্তে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর। এর পাশাপাশি এই একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতির মাঝেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল ইডি-সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে…