গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ ইতিমধ্যেই নবান্ন বৈঠক করেছে, গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে।
সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে তারা। জানা গিয়েছে, পুরসভা একটি হেল্পলাইল চালু করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে ডেঙ্গি ইস্যু সংক্রান্ত বৈঠক হয়েছিল। বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সমস্ত জেলার জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনার এবং স্বাস্থ্যকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
নবান্নের বৈঠকের পর হেল্পলাইন চালু করা হবে। এর মাধ্যমে ডেঙ্গি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি, করোনাকালের মতো হেল্পলাইন নম্বরে ফোন করে কোন হাসপাতালে কত বেড রয়েছে তা জানতে পারবেন রোগীর পরিবার।