আবারো এক ঘূর্ণিঝড়ের আভাস

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ অন্যদিকে আবার পুরোপুরি ভাবে শীত পড়ার আগেই ফের এক ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি৷ যার জেরে ফের চড়তে পারে বাংলায় তাপমাত্রার পারদ৷ ফলে ডিসেম্বরের শুরুতেই ধাক্কা খেতে পারে শীত৷

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যা গভীর নিম্নচাপে পরিণত হবে৷ তারপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব মূলত পড়বে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরীর মতো বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষা দক্ষিণের রাজ্যগুলিতে। ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মনদৌহ৷

আজ ৯ ডিসেম্বর ১২টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে ভারতের মৌসম ভবন৷ এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এর মধ্যে রয়েছে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপেট৷ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও।

এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলার উপর না পরলেও পরোক্ষ প্রভাব পড়তে চলেছে৷ এই নিম্নচাপের জেরেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। যার জেরে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও থাকবে বেশি৷