শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় নাম জড়ানো থেকে গ্রেফতারি, এই কারণে ইতিমধ্যেই মন্ত্রিপদ খুইয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের পাশাপাশি দল থেকেও সাসপেন্ড করেছে তৃণমূল।
কিন্তু ওই একই এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীরও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুলে চাকরি করে দিয়েছেন।
আর তাই এবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকেউ মন্ত্রিসভার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীদের দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে যদি অভিযোগের ভিত্তিতে মন্ত্রিসভার পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এখনও কিভাবে মন্ত্রিপদে বহাল রয়েছেন।
বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী প্রভাব খাটিয়ে কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি পাইয়ে দিয়েছেন বলেও উঠেছে অভিযোগ৷ ইতিমধ্যেই অঙ্কিতার সেই চাকরিও বাতিল হয়েছে।
যদিও এখনও পুরো বিষয়টিই তদন্ত করছে সিবিআই, কিন্তু তারপরেও শিক্ষা প্রতিমন্ত্রী এখনও কীভাবে নিজের পদে বসে আছেন সেই প্রশ্নের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের হল।
অন্যদিকে আবার মন্ত্রিসভায় রদবদল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবারই জানিয়েছেন দলের কাজে কয়েকজনকে মন্ত্রিসভা থেকে যেমন সরানো হবে, ঠিক তেমনি নতুন ৫-৬ জন মুখ মন্ত্রিসভায় আসতে চলেছে। ইতিমধ্যেই শপথ নিয়েছেন ৫ পূর্ণমন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী, ২ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী৷