মন্তব্যের জেরে দিলীপের বিরুদ্ধে মামলা হলো

ভুল মন্তব্যের জেরে সব সময়ই খবরে থাকেন তিনি। বরাবরই তাঁকে সরকার পক্ষের লোকজন তথা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ শাসকদলের একাধিক শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ধারালো ভাষায় আক্রমণ সানাতে দেখা গেছে। এই কারণে একাধিকবার বিতর্কেও জড়িয়েছে তাঁর নাম। এমনকি তাঁর এই বেফাঁস মন্তব্যের কারণেই ডানা ছেঁটেছে কেন্দ্রীয় বিজেপি। আর এবার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের কারণে আইনি জটিলতায় জড়ালেন সাংসদ দিলীপ ঘোষ।

জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করার জন্য সম্প্রতি ডায়মন্ডহারবার থানায় FIR দায়ের হয়েছে সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অবিলম্বে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন অভিযোগকারী। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ডায়মন্ড হারবারে এক পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন দিলীপ ঘোষ। সে

খানেই তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করতে দেখা যায়। এমনকি তিনি এটাও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজ্যের পুলিশও সুরক্ষিত নন। তাঁর এহেন মন্তব্যের কারণেই ডায়মন্ডহারবার থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR দায়ের করেছেন ডায়মন্ডহারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর অমিত সাহা।

অভিযোগকারী অমিত সাহার দাবি, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় একজন সাধারণ রাজ্যের বাসিন্দা হিসেবে তিনি দিলীপ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, ডায়মন্ড হারবার পেট্রলপাম্পে ওই পুলিশ আধিকারিকের মৃত্যু প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে বলতে শোনা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যেমন রাজ্য সুরক্ষিত নয়, ঠিক তেমনই সুরক্ষিত নয় রাজ্যের পুলিশ আধিকারিকরা।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবারের মডেলও ভুলে ভরা এবং রাজ্যের পক্ষে ক্ষতিকারক বলে দাবি করেন তিনি। দিলীপ ঘোষের এই মন্তব্যের কারণেই স্থানীয় পুলিশের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের বাসিন্দা অমিত সাহা। পুলিশ-প্রশাসনের কাছে তিনি প্রশ্ন তোলেন একজন পুলিশ অফিসারের মৃত্যুর তদন্ত যখন চলছে তখন একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে দিলীপ ঘোষ এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমন করতে পারেন। এরপরেই তিনি পুলিশের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।