বড় আন্দোলনের ডাক, কলকাতার রাজপথে হতে চলেছে বিশাল প্রতিবাদ মিছিল

মাসের পর মাস কেটে গেলো, শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলছে একভাবে। একাধিক প্রতিশ্রুতির পরেও সুরাহা মিলছেনা কিছুই। এই পরিস্থিতিতে কলকাতার মাতঙ্গিনী হাজরা এবং মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে নিয়োগের দাবিতে যে সাতটি ধর্না মঞ্চ চলছে সেই ধর্না মঞ্চে গিয়ে তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানাল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।

নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগ না পাওয়া বঞ্চিত চাকরি প্রার্থী, গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থী, আপার প্রাইমারি, সরকারি কর্মচারীদের গ্রুপ ডি, প্রাথমিক টেট ২০১৪ চাকরি প্রার্থী, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক পদের চাকরি প্রার্থী সহ মোট সাতটি ধর্না মঞ্চে যান তারা। সব ধর্না মঞ্চের চাকরিপ্রার্থীদের এক হওয়ার ডাক দিয়ে তারা বৃহত্তর আন্দোলনের বার্তা দিয়েছে।

জানান হয়েছে, বিভিন্নভাবে নিয়োগের যে ছবি উঠে এসেছে তাতে তারা মনে করছে, একে শুধু আর দুর্নীতি বলা যায় না, প্রশাসন এবং নেতা-মন্ত্রীদের এটি একটি পরিকল্পিত সংগঠিত অপরাধ। তাই তারা সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে তাদের নিয়োগ