জল্পনার সমাপ্তি ঘটিয়ে বড় জয় হল গেরুয়া শিবিরের

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের স্থায়ী সমিতির ভোটে জয়লাভ করেছে বিজেপি। জল্পনা তৃণমূলের দিব্যেন্দু অধিকারী এই নির্বাচনে ভোট দিয়েছেন বিজেপিকে।

তাই তৃণমূল শিবিরের অনেকেরই বক্তব্য সামনে এসে গেছে দিব্যেন্দুর ‘আসল রূপ।’ তৃণমূল কংগ্রেসের শেখ আজিজুল রহমান ভোটের ফল প্রকাশের পর অজ্ঞান হয়ে যান। এরপর তাকে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।

এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি বাকি আটটি স্থায়ী সমিতিতে জয়লাভ করে। তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য ও এদিনের ভোট পর্বের ভোটার সামসুল ইসলাম জানান, “গায়ের জোরে ভোট করিয়েছেন বিডিও। বিজেপিকে জেতানোর জন্যই তার এই পক্ষপাতদুষ্ট আচরণ। তৃণমূলের টিকিটে সাংসদ হয়েও দিব্যেন্দু ভোট দিয়েছেন বিজেপিকে। আমাদের সাথে চক্রান্ত করেছেন। আদালতে যাব আমরা।”