বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে দুদিন আগেই প্রকাশ্যে অভিষেক প্রসঙ্গে মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আর এবার সেই মন্তব্যের পাল্টা বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বলেন, তিনি একজন সাধারণ মানুষ হিসাবেই এই রাজনৈতিক নেতাদের কত সম্পত্তি রয়েছে তা জানতে চান। বাংলার ইতিহাসে এই ঘটনা একেবারেই নজিরবিহীন।
এর আগে কখনও হাইকোর্টের কোনও বিচারপতিকে এই ভাবে কোনও রাজনৈতিক নেতাকে এজলাসের বাইরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়তে দেখা যায়নি। নিজের বিষয়ে বিচারপতির এই মন্তব্য প্রসঙ্গেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়।