লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে একের পর এক ধাক্ক মহুয়ার। এবার লোকসভার সচিবালয় সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল মহুয়া মৈত্র লোকসভা থেকে তাকে বহিস্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যে মামলা করেছিলেন তা খতিয়ে দেখতে পারে না শীর্ষ আদালত।
এই বিষয়ে সংবিধানের ১২২ নম্বর ধারার উল্লেখ করে দেখানো হয়েছে, সংসদ তাদের অভ্যন্তরীন কাজকর্মে নিজেরাই সিদ্ধান্ত নেবে। সেখানে আদালত কোনও হস্তক্ষেপ করতে পারে না। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।
সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এই মামলা শুনছিলেন। আদালতে মহুয়ার আর্জি প্রসঙ্গে লোকসভার সচিবালয় জানিয়েছে, সংবিধানের আওতায় সংসদ একটি সার্বভৌম বডি। সংবিধানের ধারা অনুসারে তার কাজে আদালতের হস্তক্ষেপ চলতে পারে না।