লক্ষ্য এখন একটাই, আগামী লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে কলকাতা পুলিশের কর্মী সঙ্কটের গল্প তো আজকের পুরনো নয়। ভোটের আগে কর্মী সঙ্কট দূর করতে প্রায় ৬ হাজার কনস্টেবল নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ।
প্রথমে ২২২০ জন কনস্টেবল নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই এই সকলের শারিরীক ও লিখিত পরীক্ষাও সারা হয়ে গেছে। এক্ষেত্রে পুরুষ কনস্টেবল নিয়োগ হবে ১৫০০ এবং মহিলা কনস্টেবল পদে নিয়োগ হবে ৭০০ জন। টানা ১২ দিন ধরে মোট ছ’টি জায়গায় চলবে ইন্টারভিউ। যার মধ্যে দু’জায়গায় ইন্টারভিউ নেবেন কলকাতা পুলিশের আধিকারিকরা।
এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই বাকি ৩৭৭০টি পদে নিয়োগ শুরু হবে। এই দুই দফায় মোট ৬ হাজার পদে নিয়োগ হবে বলে খবর। কলকাতা পুলিশের তরফে পুরো দস্তুর চেষ্টা করা হচ্ছে যাতে লোকসভা ভোটের আগেই কর্মী সঙ্কট মেটানো যায়।