তরুণী মৃত্যুর ঘটনায় নেওয়া হলো বড় সিদ্ধান্ত

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই এর স্ক্যানারে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এবার সন্দীপবাবুর বিপদ বাড়ল আরও। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রীতি আর জি করের প্রাক্তন অধ্যক্ষর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবিতে হাসপাতালেরই এক প্রাক্তন পদাধিকারী হাইকোর্টে আবেদন করেছিলেন।

হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। এদিন তাতে সায় দিয়েছেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত, আর জি করের আর্থিক দুর্নীতির তদন্ত করতে ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্য সরকার।