পূর্ব ঘোষনা মতোই, বিদেশে পাড়ি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার ঘটেছে দীর্ঘ ৫ বছর পর। রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন সফরে তৃণমূল সুপ্রিমো। স্পেন থেকে মুখ্যমন্ত্রী উড়ে গেছেন দুবাই। এবার দুবাই থেকেই বাংলার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা লুলুর সাথে একান্ত বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাণিজ্য বৈঠকের আগে মুখ্যমন্ত্রী বৈঠক করেন লুলু গোষ্ঠীর এগ্জিকিউটিভ ডিরেক্টর আশরফ আলির সাথে। জানা গেছে মুখ্যমন্ত্রী ও আশরাফ আলির বৈঠক ইতিবাচক হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লুলু গোষ্ঠী কলকাতার নিউ টাউনে গড়ে তুলবে বিশ্বমানের শপিংমল। ‘বিশ্ব বাংলা’র আলাদা কাউন্টার খোলা হতে পারে লুলু গোষ্ঠীর বিভিন্ন দেশের শপিংমলগুলিতে। এই কাউন্টারগুলিতে বিক্রি হবে শুধুমাত্র ‘বিশ্ব বাংলা’র পণ্য। এছাড়াও ভবিষ্যতে বাংলায় লুলু গোষ্ঠী মৎস্য-মাংস প্রক্রিয়াকরণ, পোলট্রি, ডেয়ারি শিল্পে বিনিয়োগ করতে পারে।