তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে আসার পর এক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি উচ্চশিক্ষায় আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এবার তিনি রীতিমত ‘গ্যারেন্টার’ হিসাবে আত্মপ্রকাশ করলেন।
ভবিষ্যতে ছাত্রছাত্রীদের অর্থের অভাবে যাতে পড়াশোনা বন্ধ না হয়ে যায় দিলেন সেই গ্যারান্টি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মিলন মেলা প্রাঙ্গণে। সেই অনুষ্ঠান মুখ্যমন্ত্রী এমন বক্তব্য রাখেন।
কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে দেড় হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ৫০ হাজার ছাত্রছাত্রীকে। তার বক্তব্য, “অভিনন্দন সকল বোর্ডের পরীক্ষার্থীদের। আমাদের কৃতীরা বিশ্বের গৌরব। অনেক পরিশ্রম করেছেন তারা। কষ্টের মধ্যে দিয়ে সাফল্যের মুখ দেখেছেন। বেশ কিছু চিঠি পেয়েছি আমি। আমি তাদের বলেছি পয়সার জন্য তাদের পড়াশুনা আটকাবে না। আমি গ্যারেন্টার।”