তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার আরো একটি জনমুখী প্রকল্প সামনে নিয়ে এল।
এই প্রকল্পের অধীনে রাজ্যের পড়ুয়ারা বিনামূল্যে প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপ পাবেন। আজ ধনধান্য প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী সূচনা করেন যোগ্যশ্রী প্রকল্পের। জয়েন্ট এন্ট্রান্স, নিট পরীক্ষা থেকে শুরু করে নানা প্রবেশিকা পরীক্ষার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে।
এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে সরকারি চাকরির পরীক্ষার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে তফসিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের। এছাড়াও থাকছে ইন্টার্নশিপের সুযোগ। ইন্টার্নশিপ শেষে মিলবে সার্টিফিকেট। মুখ্যমন্ত্রী জানান প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রতিমাসে পড়ুয়াদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।